ফিফটির পথেই ছিলেন মমিনুল। কিন্তু অর্ধশতকের খুব কাছে গিয়ে ফিরতে হলো এই বাঁহাতি ব্যাটারকে।
সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে শর্ট লেগে দাঁড়িয়ে নাহিদ রানার বলে জিম্বাবুয়ের ব্যাটার বেন কারানের তুলে দেওয়া ক্যাচ তালুবন্দি করেন মমিনুল হক। তাতে শুধু বেন কারান আউট হননি, নতুন এক রেকর্ডও গড়েছেন মমিনুল হক।